সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ চালক


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন /
সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ চালক

বুড়িগঙ্গা নিজেস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় ইলিয়াস মিয়া নামে পিকআপ চালক নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে মিয়াবাজার এলাকায় পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ইলিয়াস (২৩) চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় চট্টগ্রাম মুখী হয়ে অজ্ঞাত কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পিছন থেকে আসা পিক-আপটি (চট্রো মেট্রো ব ১১-৯১৪৬) চালক ঘুমন্ত অবস্থায় কাভার্ডভ্যানকে সজোড়ে ধাক্কা দেয় এতে পিকআপের চালক ইলিয়াস মিয়া ঘটনাস্থলে মারা যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরাদেহটি সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। এই পরে পালিয়ে যায়। ঘটনার পিক-আপ জব্দ করে থানায় আনা হয়েছে।অজ্ঞাত কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পরে পালিয়ে যায়।

আমাদের ফেসবুক পেইজ