দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ন /
দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার রূপগঞ্জ দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ দক্ষিণপাড়া এলাকায় মার্সেল শো-রুমের সামনে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। পরে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, দুইটি স্টিলের তলোয়ারসহ ওই পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চনপাড়া বস্তি এলাকার আলমের ছেলে শাওন (২৫), কবিরের ছেলে রাকিব (২৪), খালেকের ছেলে মনির (২৫), আকরামের ছেলে আলামিন (২৩) ও মান্নানের ছেলে আবু বকর (২৪)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদরকে আদালতে প্রেরণ করা হয়।

আমাদের ফেসবুক পেইজ