আগাম ভোটের প্রশ্নই আসে না : সিইসি


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩, ২:৩১ অপরাহ্ন /
আগাম ভোটের প্রশ্নই আসে না : সিইসি

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : আগাম নির্বাচন হবে না, রোডম্যাপ অনুযায়ীই যথা সময়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা আগাম নির্বাচন নিয়ে সিইসি কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আগাম ভোটের প্রশ্নই আসে না।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে এলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কেনো ইভিএম ব্যবহারের সিন্ধান্ত থেকে সরে আসলো এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কমিশনের নিজস্ব। ব্যালট বা ইভিএম যে কোনো পদ্ধতিতে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। এখন নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।’

আমাদের ফেসবুক পেইজ