বিপুল মাদক জব্দ


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ৬:২৯ অপরাহ্ন /
বিপুল মাদক জব্দ

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ভৈরবে বিপুল পরিমাণ মাদক জব্দ এবং আমির হামজা ওরফে বাঘা বাবু (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মো. আক্কাছ আলী শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের চণ্ডিবের এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মন্নাফ মিয়ার ছেলে।

আক্কাছ আলী জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মন্নাফ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। হামজাকে আটকের পর তার কাছ থেকে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেনসিডিল, ২০৯ বোতল স্কাফ, ৩৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ