বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিল, মতিঝিল ও ঢাকা মেডিকেলের গেট থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নামপরিচয় জানা গেলেও বাকি দুইজন অজ্ঞাত।
ঢামেক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেটি উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এর দুই ঘণ্টা আগে রাত সাড়ে ৭টার দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের সামনের গেট থেকে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া একই রাতে হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এবাদত হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত এবাদত মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় থাকতেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের সরদারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মো. ইলিয়াস উদ্দিনের ছেলে।
এবাদত হোসেনের স্ত্রীর বড় ভাই আতিয়ার হোসেন জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মেরুল বাড্ডার একটি রেস্টুরেন্টে অফিসের অনুষ্ঠান শেষে কয়েকজন হাতিরঝিলে ঘুরতে যান। কয়েকজন প্যাডেল বোট নিয়ে হাতিরঝিল লেকে যান। ওই প্যাডেল বোট থেকে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, ইবাদত হোসেন নামে এক ব্যক্তি অফিস কলিগদের নিয়ে হাতিরঝিলে প্যাডেল বোটে ওঠেন। অসাবধানতাবশত তিনি প্যাডেল বোট থেকে পড়ে পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ তিনটি মর্গে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :