খুলনায় শেখ আনসার আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নগরীর শিরোমণি এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত শেখ আনসার আলী বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, জুমার নামাজ শেষে শেখ আনসার আলী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘ দিন ধরে খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করছিলেন। নিহতের মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :