লাখ টাকার জাল নোটসহ ২ জন গ্রেপ্তার


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন /
লাখ টাকার জাল নোটসহ ২ জন গ্রেপ্তার

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজশাহীর বাগমারা উপজেলায় এক লাখ ১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছেন র‌্যাব।

গত রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ কথা জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগমারার গোয়ালপাড়া গ্রামের ইমাম হাসান (২০) ও সুর্যপাড়া গ্রামের শিহাব ইসলাম (২১)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা জাল নোটের কারবারি করে। তাদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ