ট্রেনের টিকিট ২০ এপ্রিলের আজ পাওয়া যাচ্ছে


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৩, ১২:০৪ অপরাহ্ন /
ট্রেনের টিকিট ২০ এপ্রিলের আজ পাওয়া যাচ্ছে

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে সোমবার। এদিন অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২০ এপ্রিলের অগ্রিম টিকিট। যাত্রীদের মধ্যে এ দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

অন্যান্য দিনের মতো সোমবারও সকাল ৮টা থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এদিন বিশেষ ট্রেনসহ সব মিলে প্রায় ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। রেলসূত্র বলছে, গতদিন ৫ ঘণ্টায় হিট হয়েছে প্রায় ২ কোটি। আজ প্রথম আধা ঘণ্টায় হিট করেছে প্রায় আড়াই কোটি। মিনিটে সহজের সার্ভার নিতে পারে ৫ লাখ। তবে আজ ১ মিনিটে চেষ্টা করেছে ৯ লাখ।

এদিকে সকাল ৮টা থেকে অনলাইনে ২০ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও এর আগেই বুক করা দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। তবে কমলাপুর রেলস্টেশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইনে নির্দিষ্ট সময়ের আগে টিকিট বুক করে রাখার সুযোগ নেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে আজাদুল হক নামের একজন লিখেছেন, ‘সকাল ৮টায় টিকিট ছাড়ার কথা অনলাইনে। কিন্ত সকাল ৭টার দিকে ঢুকে দেখি বেশিরভাগ টিকিট নেই। আগেই বুক করা হয়েছে।’

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘অনলাইনে টিকিট বুকিং রাখার কোনো সুযোগ নেই। সব টিকিট সকাল ৮টার সময় ওপেন করা হয়। সুতরাং এই সময়ে যারা অনলাইনে প্রবেশ করতে পারবেন তারা টিকিট কিনতে পারবেন।’

আগামী মঙ্গলবার বিক্রি করা হবে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ফলে ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।

আমাদের ফেসবুক পেইজ