বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর মাতুয়াইলে দেয়াল ভেঙে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত শাহাদত হোসেন ভোলার লালমোহন উপজেলার সানাউল্লাহর ছেলে। সে রাজধানীর গোপিবাগে পরিবারের সঙ্গেই বসবাস করতো।
সোমবার রাত ১০টার দিকে মাতুয়াইলের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেনের বড় ভাই রিপন জানান, রাতে তারা মাতুয়াইল কবরস্থানের পাশে একটি পিকআপ ভ্যানে কার্টুন লোড করছিলেন। এ সময় দেয়ালটি শাহদতের উপর ধসে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মাতুয়াইলে দেয়াল ভেঙে আহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :