‘স্বর্গে’ ঢালিউড কুইন অপু বিশ্বাস


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন /
‘স্বর্গে’ ঢালিউড কুইন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।

এর ধারাবাহিকতায় আবারও শাহরিয়ার নাজিম জয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন অপু বিশ্বাস। ‘স্বর্গে’ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। সোমবার (১০ এপ্রিল) দুপুরে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন এ নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। এমনকি তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার ওপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।’

প্রসঙ্গত, পরিচালনায় পাশাপাশি এ ছবিতে জয় নিজেও অভিনয় করবেন। পরিচালক জানান, মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

আমাদের ফেসবুক পেইজ