বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ৬০ বছরের বৃদ্ধা জগৎ বানু তবে তার ভাঙা ঘর আর সেই ঘরের অন্ধকারের জগৎ এ বসবাস ! বর্তমান দেশে শতভাগ বিদুৎ এর আওতায় আসলেও জগৎ বানুর ভাঙ্গা ঘরে নেই বিদুৎ আলো। জগৎ বানুর ভাঙ্গা ঘরে একমাত্র দিনের বেলায় সূর্যের আলো আর রাতের বেলা চাঁদের আলোতেই চলে জগৎ বানুর জীবন সংসার।
শেরপুরের নকলা পৌরসভার ৯ নং কলাপাড়া ওয়ার্ডের বাসিন্দা এই যুগের (আসমানী) বৃদ্ধা (৬০) জগৎ বানু !
আগের দিনের আসমানী কবিতার মতো আসমানী র ঘর ছিল ভেন্না পাতার ছানি আর এই যুগের (আসমানী) জগৎ বানুর জগৎ বানুর ভাঙ্গা ঘরে ভাঙ্গা টিন, পলিথিন, ছেড়া কাপড় দিয়ে ছাউনি। সারা ঘরের চারপাশে রয়েছে অসংখ্য বাশের খুঁটি,
ঝড় বৃষ্টির সময় সারা ঘরে পড়ে গড় গড়িয়ে পানি । থাকার জন্য নেই কোন চৌকি আছে মাটির বিছানা !!
জগৎ বানুর ভাঙ্গা ঘরের মতো তার ভাঙ্গা কপাল এই ৬০ বছর বয়সী বৃদ্ধা র আজ পর্যন্ত জোটেনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা মানসিক প্রতিবন্ধী ভাতা!!
সাড়া দিন পাড়া ঘুরে ভিক্ষা করে যা পায় তা দিয়ে কোন মতে চলে এই জগৎ বানুর ভাঙ্গা জীবন,,স্বামী আব্দুল হানী হারিয়েছে জীবন থেকে ২ যুগ আগে আর একমাত্র ছেলে প্রেসিডেনট নিরুদ্দেশ অনেক বছর ধরে।
স্থানীয় এলাকাবাসী ফয়জল জানান, বর্তমান সরকারের এত সরকারী ঘর বিতরণ হচ্ছে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র একটি উপহারের ঘর এই জগৎ বানুর জন্য বরাদ্দ দেয়া হয় তবে শেষ জীবনে একটু শান্তিতে ঘুমাতে পারবে। উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
৯ নং ওয়ার্ড কমিশনার ইন্তাজ আলী জানান, জগৎ বানুর জন্ম নিবন্ধন সনদ না থাকায় এখনো ভোটার তালিকায় নাম ওঠেনি এজন্য তার কোন ভাতার আওতায় আনা হয়নি তবে তার ভাতার আওতায় আনা র জন্য দ্রুত পদক্ষেপ নেব। এজন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে সহযোগীতা দরকার।
আপনার মতামত লিখুন :