বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ‘প্রেত্যেক বছর ঈদের দিন সহালে মানষের বাড়ি যাইয়া ঈদের নাস্তা খাই। এবার মোরা মোগো ঘরেই ঈদের নাস্তা বানামু। দোয়া করি যিনি মোগো এগুলা দেছে তারে যেন আল্লায় মানষেরে দান করার তৌফিক বাড়াইয়া দেয়’।
আজ বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সকালে বামনা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে বরগুনার বামনা উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২সহস্রাধীক নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদের পূর্বে যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার কর্তৃক ঈদ উপহার খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছাস মূখে এ কথাগুলো বলেন বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামের হতদরিদ্র রিনা বেগম। শুধু রিনা বেগমই নয় যুবলীগের উপহার পেয়ে খুশি আলেয়া, মজিবুল, নাসিমাসহ বহু দরিদ্র পরিবার।
এ উপলক্ষে বামনা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বামনা উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ইউসুফ আলী হাওলাদার, ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান।
যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সমগ্র বাংলাদেশ ব্যাপী ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে। তার ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা বরগুনা ২ আসনের বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় আমি উপস্থিত থেকে প্রকৃত অসহায় মানুষের হাতে হাতে মানবিক যুবলীগের উপহার পৌছে দিচ্ছি।
আপনার মতামত লিখুন :