বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। জয়িতা পুরস্কার পাওয়া এই নারীর বয়স হয়েছিল ৬৩ বছর।
রাজশাহীর মাদার তেরেসা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানে তিনি মারা যান। তিনি ডায়াবেকটিসসহ নানা রোগে ভুগছিলেন। খুকির ভাগ্নে শামসুর রহমান রুমি জানান, দুপুর পৌনে দুইটার দিকে তিনি মারা গেছেন। তিনি নানা রোগে ভুগছিলেন। বিকেলে গৌরহাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হবে।
খুকি ৩০ বছরেরও বেশি সময় সংবাদপত্র বিক্রি করেছেন। তিনি শিরোইল এলাকায় তার বাড়ির কাছে এজেন্টদের কাছ থেকে খবরের কাগজ সংগ্রহ করে শহরের রাস্তায় পায়ে হেঁটে বিক্রি করতেন। পত্রিকা বিক্রির টাকা তিনি নানা সামাজিক কাজে ব্যয় করতেন। তার একটি ভিডিও ভাইরাল হলে প্রধানমন্ত্রীর তার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু খুকি পত্রিকা বিক্রির পেশা ছাড়তে পারেননি।
গত বছরের ডিসেম্বরে রাজশাহী লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন খুকি। রাস্তা থেকে এক পুলিশ কনস্টেবল তাকে হাসপাতালে নিয়ে যান। গত ফেব্রুয়ারি থেকে তিনি মাদার তেরেসা হোমে ছিলেন।
আপনার মতামত লিখুন :