সিনেমা মুক্তির একদিন আগে অসুস্থ হয়ে পড়লেন সামান্থা


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন /
সিনেমা মুক্তির একদিন আগে অসুস্থ হয়ে পড়লেন সামান্থা

বিনোদন ডেস্ক : ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে সামান্থা রুথ প্রভুর ‘শকুন্তলম’। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ছবির প্রচার করে বেড়াচ্ছিলেন। কখনো মুম্বাই, কখনো হায়দরাবাদ। এসব ধকলে ছবির মুক্তির একদিন আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী।

যদিও অসুস্থতার খবর নিজেই দেন সামান্থা। অতিরিক্ত চাপের কারণে জ্বর। শুধু তাই নয়, কথা বলতে পারছেন না অভিনেত্রী।

টুইট করে সামান্থা লেখেন, ‘ছবির প্রচারে এত মানুষের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ আনন্দ করেছি। কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরটা খারাপ হয়ে গেল। ভীষণ জ্বর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।’ অভিনেত্রীর অসুস্থতার খবরে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই।

বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। এ ছবিতে মুখ্য চরিত্রে আছেন সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালীদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য।

থাকছে অত্যাধুনিক ভিএফএক্স, থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।

আমাদের ফেসবুক পেইজ