প্রায় ৮৬ কেজি গাঁজা ও প্রাইভেটকার জব্দ


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন /
প্রায় ৮৬ কেজি গাঁজা ও প্রাইভেটকার জব্দ

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে প্রায় ৮৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গতরাত একটার দিকে ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট এলাকায় অস্থায়ী মাদক বিরোধী চেকপোস্ট বসিয়ে সিগন্যাল লাইটের মাধ্যমে যানবাহনে সংকেত দিয়ে গাড়ী তল্লাশী চালাচ্ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ সময় একটি প্রাইভেটকার সিগন্যাল অমান্য করে দাশুড়িয়ার দিকে দ্রতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে তাদের পিছু নেয় অধিদপ্তরের সদস্যরা। এক পর্যায়ে দাশুড়িয়া-নাটোর মহাসড়কের খান মঞ্জিলের সামনে একটি মাটিবাহী ড্রাম ট্রাকের সাথে সজোরে ধাক্কা মেরে গাড়ী থেকে দ্রত লাফিয়ে অজ্ঞাতনামা দুইজন লোক পালিয়ে যায়।

পরে প্রাইভেটকারটি তল্লাশী করে গাড়ীর ব্যাকডালার নিচে তিনটি বস্তা থেকে প্রায় ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়৷ প্রাইভেটকারসহ গাঁজা জব্দ করে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ