বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : শরীয়তপুরে সাত কেজি গাঁজাসহ হাবিবা (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে শরীয়তপুরের চরপাতাং এলাকা থেকে তাকে আটক করা হয়। হাবিবা বাগেরহাটের শরণখোলা থানার বানিয়াখালি গ্রামের রুহুল আমিন আকনের স্ত্রী।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মনোহর মোড়ের চরপাতাং এলাকায় শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হাবিবাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। ওই নারী কুমিল্লা থেকে একটি ব্যাগে করে ৭ কেজি গাঁজা নিয়ে খুলনা যাচ্ছিলেন। তিনি নিয়মিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :