বুড়িগঙ্গা নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সলঙ্গা থানা এলাকার হাটিকুমরুল গোলচত্বরের কাঁচা বাজারের সামনে এ অভিযান চালানো হয়।
আটক আসামিরা হলেন নওগাঁর সাপাহার থানার আনারপুর এলাকার মো. সাইফদ্দীনের ছেলে হামিদুর রহমান (৩২) ও একই এলাকার পিয়ার আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৩০)।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজার মূল্য ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করে আসছিলো। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :