মতামত : আমার মতে একজন মানুষের ২টা বাড়ী, বা ২টি ফ্ল্যাট, ২টি গাড়ী এবং ১৫ কোটি টাকার বেশি কোন কাজে আসে না।
সে যদি কোন কাজ নাও করে, শুধু আরাম আয়েস করেও বেড়ায়, তাহলে সে মাসে ১৫ লক্ষ টাকার বেশি খরচ করতে পারে না।
ব্যাংকে ১৫ কোটি টাকা ডিপোজিট করে রাখলে মাসে পাবে প্রায় ১৫ লাখ টাকা পাওয়া যায়।
মাসে এই ১৫ লাখ টাকা কোথায় কোথায় খরচ করতে পারে:
১) বাসার বাজার খরচ ১ লক্ষ
২) দুটি গাড়ির খরচ ১ লক্ষ
৩) দুই সন্তানের খরচ ১ লক্ষ
৪) স্ত্রীর হাত খরচ ৫০ হাজার
৫) দারোয়ান , কাজের মাসি, কাজের ছেলে ৫০ হাজার
৬) সাপ্তাহিক বাইরে ঘুরাফেরা, খাওয়া দাওয়া ১ লক্ষ
৭) বাৎসরিক বাইরে ঘুরাফেরা ২ লক্ষ
৮) মাসিক শপিং ১ লক্ষ
৯) ক্লাব/ ড্রিংকস ১ লক্ষ
১০) গার্ল ফ্রেন্ড ১ লক্ষ
১১) ঈদ/পূজা ২ লক্ষ
১৩) দান ধ্যান ১ লক্ষ
১৪) অন্যান্য ২ লক্ষ
______ মোট ১৫ লক্ষ টাকা মাত্র।
নোট: একটা ফ্ল্যাটে পরিবার বাস করবে , আর একটি ফ্ল্যাট হবে তার ব্যাক্তিগত আরাম আয়েশের জলসা ঘর। যেখানে গার্ল ফ্রেন্ডের নিয়ে ড্রিংকস করবে, আমোদ ফুর্তি করবে।
একটা গাড়ী তার পরিবার ব্যবহার করবে, আর একটা সম্পূর্ণ নিজের জন্য।
এমন হলে মোটামুটি কাল্পনিক স্বর্গীয় জীবন যাপন করা সম্ভব। এর বাইরে আর খুব একটা কিছুর দরকার নেই বলে আমার মনে হয়।
কিন্তু আমার প্রশ্ন একটাই, যারা একভাবে এই ১৫ বছর যাবৎ আমাদের সরকারের আমলে ক্ষমতায় আছে এবং একাধারে মাল কামাযয়েই যাচ্ছে, এরা এতো টাকা দিয়ে করবেটা কি ? আমার মাথায় আসছে না তাই শেয়ার করলাম।
নোট: এটা আপার ক্লাসের হিসেব নয়। আপার মিডিল ক্লাসের হিসেব। কারন এই ১৫ বছরে যারা ধনী হয়েছে তাদের অধিকাংশ নিম্নবিত্ত,বা মধ্যবিত্ত ছিল।
আপনার মতামত লিখুন :