বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণের সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অব্যাহত থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত।
তিনি জামালপুরের ইসলামপুর গত শনিবার বিকালে যমুনার দূর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে সাপধরী উচ্চ বিদ্যালয় হল রুমে মত বিনিময় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।তিনি আরো বলেন,শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা আর কোনো অপশক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। এ জন্য সর্বস্তরের আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জনগণের কাছে আওয়ামী লীগ সরকারের সাফল্যের বার্তা পৌঁছে দিতে হবে। ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি সাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,চেয়ারম্যান শাহ আলম মন্ডল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তমছের আলী, সাংগঠনিক সম্পাদক সবুজ মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :