ঈদ উপহার পেলেন আ. লীগের সাড়ে চারশ নেতাকর্মী


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন /
ঈদ উপহার পেলেন আ. লীগের সাড়ে চারশ নেতাকর্মী

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলায় আওয়ামী লীগের সাড়ে চারশ নেতাকর্মী ও জনপ্রতিনিধির মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুর ১টার দিকে সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ব্যবসায়ী খন্দকার রুহুল আমিনের ব্যক্তিগত উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়।

চাটখিল উপজেলা পরিষদ মাঠে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নজরুল দেওয়ান।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সি, মিজানুর রহমান বাবর ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ আজাদ। আলোচনাসভা শেষে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের ৯১টি ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ডে জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের মাঝে পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেন।

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গত শনিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে ২য় পর্যায়ে ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে চাটখিল উপজেলায় ১০০ জনকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

আমাদের ফেসবুক পেইজ