বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেটের সব দোকান বন্ধ ঘোষণার পর রোববার সকাল থেকে মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে। গতকাল নিউ সুপার মার্কেটে আগুন লাগায় নিউমার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
তবে এখনও বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশেপাশের মার্কেটগুলো। এদিকে নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভে যাওয়ায় নিউ মার্কেটের সামনের মিরপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কাজ শেষে পৌনে ১১টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন পোড়া অংশ আলামত হিসাবে সংগ্রহ করেছি। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমানবাহিনী।
আপনার মতামত লিখুন :