বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বর্ষপঞ্জিকা মতে বৈশাখের প্রথম দিনে শতবর্ষী বটবৃক্ষের নিচে সিদ্ধেশ্বরী পূজা ও বউ মেলার আয়োজন করা হয়। সংসারে শান্তি ও সমৃদ্ধির জন্য নারীরা দলবেঁধে এ মেলায় এসে পূজা দিয়ে থাকেন। এ কারণে এটি স্থানীয়ভাবে বউ মেলা হিসেবে বেশি পরিচিত।
আয়োজকরা জানান, এই পূজাকে কেন্দ্র করে তিন দিনের মেলা বসে এখানে। ঝুড়িভর্তি বৈশাখী ফলের ভোগ, কবুতর ওড়ানো ও পাঠা বলি দেওয়া হয়। ওই গ্রামে ভট্টচর প্রাথমিক বিদ্যালয়ের সামনের বটবৃক্ষকে সিদ্ধেশ্বরী দেবী রূপে এই পূজার প্রচলন ঘটে আরও এক শ বছর আগে। পরে বংশ পরম্পরায় পালিত হয়ে আসছে এই পূজা। শুরুর দিকে শুধুমাত্র বাড়ির নববধূদের নিয়ে এই আয়োজন হলেও পরবর্তীতে বিভিন্ন বয়সের নারীরা সমাজের মঙ্গল কামনায় এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য এতে অংশ নেন। শতবর্ষী ওই বট গাছটিকে সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবী বলে আখ্যায়িত করেন। তাই অনেকে এ মেলাকে সিদ্ধেশ্বরী দেবীর মেলাও বলে থাকেন।
পূজার আয়োজক নিলুৎপল রায় জানান, শুরুর দিকে এখানে পুরুষরা আসতো না। এই পূজা শুধুমাত্র বউদের জন্য উন্মুক্ত ছিল। জামাইদের নিমন্ত্রণ করা হতো তারা মেলায় আসতেন, তারা পূজায় অংশ নিতেন না। তাই তখন থেকেই এই মেলা বউ মেলা নামে পরিচিতি পায়। নববর্ষের প্রথম দিনে দেশবাসীর মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়। এক শ বছর ধরে এই পূজার আয়োজন হচ্ছে। এক সময় পূর্ব পুরুষরা এই আয়োজন করতেন, এখন বংশ পরম্পরায় আমি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করি।
আপনার মতামত লিখুন :