বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে টানা ৪০ দিন জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ৪০ শিশু-কিশোর।
নামাজের প্রতি একাগ্রতা সৃষ্টির লক্ষ্যে কাতার প্রবাসী মো. কাদির মিয়ার উদ্যোগে এই বাইসাইকেল উপহার দেওয়া হয় শিশুদের। গত শনিবার ইফতারের আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেলগুলো বিজয়ীদের হাতে তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাউর রহমান।
বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে সাবেক সচিব মিকাইল সিপারের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :