বাউফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ৫:৫০ অপরাহ্ন /
বাউফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : মানসম্মত প্রাথমিক শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা নিয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাউফল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১৬ই এপ্রিল রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ল্যাপটপ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সাংসদ সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন খান, সহকারি কমিশনার ভূমি বাউফল মোহাম্মদ বায়েজিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম মিয়া প্রমূখ,এ পর্যায়ে বাউফল উপজেলায় ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ল্যাপটপ বিতরণ হয়েছে, এছাড়াও বাউফলে আরো ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত দিনে ল্যাপটপ বিতরণ হয়েছে।

 

আমাদের ফেসবুক পেইজ