বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য সরকার নানান ধরনের কৃষি উপকরণ সারাদেশে কৃষকদের মাঝে ভুর্তকিতে উপকরণাদি বিতরণ করছেন।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উপকরণ প্রকল্পে উন্নয়ন সহায়তার ৭০% ভর্তুকির আওতায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা ৬১ জন কৃষকের মাঝে কৃষি উপকরন যন্ত্রপাতি বিতরণের উদ্ধোধন করেন আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান।
সোমবার (১৭ এপ্রিল) আজমিরীগঞ্জ উপজেলা চত্বরে কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ উদ্ভোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারন সম্পাদক মনোয়ার আলী, আজমিরীগঞ্জ থানানর অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, এক নম্বর সদর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম মোবারুল, দুই নম্বর বদলপুর ইউনিয়ন চেয়ারম্যান শুশেনজিৎ চৌধুরী, তিন নম্বর জলসুখা ইউনিয়নে চেয়ারম্যান ফয়েজ আহমেদ, পাচঁ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :