অনলাইন ডেস্ক : ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট অসুস্থ। তিনি পেটের সমস্যায় ভুগছেন বলে এক ভিডিওতে জানিয়েছেন। আজ সোমবার (১৭ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে এই তথ্য জানান।
ভিডিওতে দেখা যায় তিনি শুয়ে রয়েছেন। তিনি জানান, তিনি খুবই অসুস্থ। মারাত্মক পেটের পীড়ায় ভুগছেন। খাবারের সমস্যা থেকে তার পেটের পীড়া দেখা দিয়েছে। এ ছাড়াও তিনি ঠাণ্ড, জ্বর ও মাথাব্যথায় ভুগছেন। তাই তিনি নাদির নামের একজনের সঙ্গে কথা বলে হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
ভিডিওতে দেখা যায়, তিনি একজনের সঙ্গে কথা বলছেন। হাসপাতালে গিয়ে তিনি ওষুধপাতি বুঝে নিচ্ছেন। এরপর আবার হোটেলে চলে আসেন।
সম্প্রতি এক বৃদ্ধর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশে বেড়াতে আসা এই অস্ট্রেলিয়ান ইউটিউবার। ফেসবুক পোস্টে ওই বৃদ্ধর সঙ্গে একটি ভিডিও দিয়ে বলেন, বাংলাদেশে এই লোকটিকে পরিহার করুন। তার দাবি ছিল, আব্দুল্লাহ কালু নামের ওই বৃদ্ধ তাকে হেনস্তা করেন। পরে পুলিশ ওই বৃদ্ধকে আটকে করে। এরপর ছেড়েও দেয়।
আপনার মতামত লিখুন :