বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : কুমিল্লার বরুড়ায় আবদুল হাকিম ফাউন্ডেশন কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আবদুল হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রত্না আক্তার, বরুড়া থানা ওসি তদন্ত নাহিদ আহমেদ, বরুড়া বেগম জহিরা মহিলা কলেজের অধ্যক্ষ ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রুহুল কুদ্দুস সুমন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার, শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আবু ইউসুফ, এদিন বাগমারা হাজী সৈয়দ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :