বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ভোলা জেলার দৌলতখানে ডিস্ট্রিক্ট কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ ২ যাত্রী মারা গেছেন,আহত ৩ জন। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২ টা ৫০ মিনিটে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বকশে আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক জনের নাম পরিচয় পাওয়া গেছে। একজন হলো সজিব গোলদার। তিনি লালমোহন উপজেলার কলমী ৩নং ওয়ার্ডের বাসিন্দা নিমল গোলদারের ছেলে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বাকী নিহত ও আহতদের নাম নিশ্চিত করতে পারেনি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর দেড়টার দিকে ভোলা থেকে কাভার্ডভ্যানটি দৌলতখানের বকশে আলী মহাসড়কে পৌছলে বিপরীত দিক থেকে আশা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির ২ যাত্রী নিহত হন। আহত হয় আরও ৩ যাত্রী। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সিএনজি ও চালক পুলিশ হেফাজতে আছে। তবে কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :