বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পারি ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১0টার দিকে উপজেলার নান্দিনা কামালিয়া ঈদগা মাঠে ১২০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারণ করা হয়। ঈদ সামগ্রীরর মধ্যে ছিল, মুরগি,তৈল,পোলারচাল,চিনি,লাচ্ছা,সেমাই গুড়া দুধ,লবন, আলু পিয়াজ,সাবান,শাম্পু।
পারি ফাউন্ডেশন দপ্তর সম্পাদক সাজিদ মুন আমাদের জানান, পারি ফাউন্ডেশন প্রতি বছর সুবিধা বঞ্চিত মানুষ দের পাশে ঈদ উপহার হিসাবে ঈদ বাজার দিয়ে থাকে
পারি ফাউন্ডেশন এই আয়োজনে পারি ফাউন্ডেশন সন্মানিত উপদেষ্টা হামিদ উল্লাহ সুমন সহযোগিতা করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন,দি সেফটি বার্ডের চেয়ারম্যান মানবতার ফেরিওয়াল মামুন বিশ্বাস, পারি ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক সাজিদ হাসান মুন, জয়নুল আবদীন ঝন্টু, বীর মুক্তি যোদ্ধা শাহজাহান আলী ভূইয়া, প্রমুখ।
আপনার মতামত লিখুন :