বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার ১১৫জন গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম নির্দেশনায় ১৮এপ্রিল দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের সভাকক্ষে ঈদ উপহার সামগ্রী তুলে দেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ি সার্কেল) রায়হানা ইয়াসমীন।এছাড়াও এ সময় ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যদের উপস্থিতিতে বিতরণ কার্যকম সম্পন্ন করা।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি,চাল গুঁড়ো দুধ, সাবান, লুঙ্গি ও শাড়ি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষ ভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্ন ভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপারের নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
উপহার পেয়ে গ্রাম পুলিশদের মুখে হাসি এবং ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :