বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির। এ ছাড়া তার স্ত্রী নিগার আফতাবকেও আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবার দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ১৬ এপ্রিল গোলাম কিবরিয়া বড় মনির ও তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী গোলাম সরোয়ার জানান, হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক বড় মনিরের চার সপ্তাহের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। চার সপ্তাহ পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে।
উল্লেখ্য, এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। মেয়েটি অন্তঃসত্ত্বা বলে প্রমাণ পেয়েছে মেডিকেল বোর্ড। ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী ওই কিশোরী।
আপনার মতামত লিখুন :