বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : চীনের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহতদের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) দেশটির বেইজিংয়ের চাংফেং হাসপাতালে আগুন লাগে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হাসপাতালটির পূর্ব অংশে ভর্তি রোগীদের শাখায় আগুন লাগে। উদ্ধার কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতাল থেকে ৭১ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে হাসপাতালে আগুন লাগল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স
আপনার মতামত লিখুন :