বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ঈদুল ফিতর সামনে রেখে মাত্র এক দিনেই ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিম ব্যবহারকারী।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
গত মঙ্গলবার (১৮ এপ্রিল) রবির মোট ৩ লাখ ২ হাজার ২৮৪ জন, গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, বাংলালিংকের সাড়ে ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এদিন ঈদের আগে সরকারি দপ্তর ও অফিসগুলোতে শেষ কর্মদিবস ছিল।
তাই সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না। বিশেষ করে মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরেই থাকছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীরাই মোট নাগরিকের ৩০ দশমিক ৮ শতাংশ। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
আপনার মতামত লিখুন :