বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : শেরপুরের নকলায় মধ্যরাতে প্রচন্ড গরমের কারনে সেচ পাম্পে গোসল করতে গিয়ে সজিব মিয়া (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে নকলা উপজেলার ০৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন এর বাছুরআলগা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সজিব মিয়া অত্র এলাকার আব্বাস আলীর পুত্র। ঘটনাটি নিশ্চিত করেছেন নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইস্কাদর হাবিব।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সজিব মিয়া মধ্যরাতে প্রচন্ড গরমের কারনে বাড়ির দক্ষিণ পাশে জনৈক আব্দুর গফুরের বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত অবস্থায় ছট ফট করতে থাকিলে প্রতিবেশী আশিক মিয়ার ডাক চিতকার শুনিয়া পরিবারের লোকজন কে নিয়ে সজিব মিয়াকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় আমরা নিহতের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :