মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ৬:৫০ অপরাহ্ন /
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হালিম ঢালী (৫০) গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার হালিম ঢালী মঠবাড়িয়া সবুজনগর গ্রামের মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হালিম ঢালীর অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে গ্রেফতার করে বুধবার মঠবাড়িয়া থানায় হাজির করা হয়। পরে বিকালে তাকে আদালতে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, স্ত্রীকে হত্যার দায়ে ২০১৪ সালে মঠবাড়িয়া থানায় হালিম ঢালীর বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় পিরোজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি হালিম ঢালীর মৃত্যুদণ্ডাদেশ দেন।

আমাদের ফেসবুক পেইজ