সড়কে ট্রাক চলাচল বন্ধ আজ থেকে


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন /
সড়কে ট্রাক চলাচল বন্ধ আজ থেকে

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : আজ বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদের দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদে ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত মঙ্গলবার (১৮ এপ্রিল) গণপরিবহন সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানিপণ্যবাহী যানবাহন, ওষুধ, সার, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ টাকা ভাংতি রাখতে হবে এবং ঈদের আগের সাতদিন থেকে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আমাদের ফেসবুক পেইজ