বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার অনুমতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল ফিতরের পর পরই পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
গত বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার অনুমতি দেন।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আরটিভি নিউজকে বলেন, আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে অনুরোধ করেছিলাম, তিনি যেন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তিনি আমাদের অভিভাবক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এসময় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার অনুমতি দেন। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আসন্ন ঈদুল ফিতরের পর পরই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করব। যেই কমিটি সারা বাংলাদেশে ছাত্রলীগকে আরও সুসংগঠিত করতে ও আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিরলসভাবে কাজ করবে।
গত বছরের ২০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করা হয়। এর আগে, সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে ইনান ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
আপনার মতামত লিখুন :