লুঙ্গি-শাড়ি বিতরণ রোকেয়া অ্যাগ্রো ফার্মের অসহায়দের মাঝে


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন /
লুঙ্গি-শাড়ি বিতরণ রোকেয়া অ্যাগ্রো ফার্মের অসহায়দের মাঝে

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ঈদে নতুন লুঙ্গি-শাড়ি উপহার দিয়ে অসহায় ও দুস্থ পাঁচ শতাধিক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন রোকেয়া এগ্রো ফার্ম। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বাচ্চুর বাজার সুপার মার্কেটের সামনে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোকেয়া অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী।

উপহার বিতরণ শেষে হাকিম মো. হযরত আলী বলেন, এই প্রত্যন্ত অঞ্চলের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং খামারি কৃষকদের কল্যাণে এ প্রতিষ্ঠানের পথচলা। ঈদুল ফিতর উপলক্ষ্যে আমার সামর্থ্য অনুযায়ী আশপাশের লোকজন এবং অসহায়, দুস্থ মানুষের মাঝে এই ক্ষুদ্র উপহার দিয়েছি।

আমাদের ফেসবুক পেইজ