বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা শিল্প এলাকায় অবস্থিত অর্গানিক জিন্স লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা কারখানার ২য় তলার ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে ২টি কম্পিউটার মনিটর এবং ৩০ পিস রপ্তানিযোগ্য ডেনিম প্যান্ট চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রতষ্ঠানটির পক্ষ থেকে আমিনুল ইসলাম সিকদার বাদী হয়ে গত বুধবার পাহাড়তলী থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পেশাদার চোর আসামি মো. আকরামকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে ডবলমুরিং থানাধীন রেলওয়ে ষ্টেশন কলোনি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি রফিকুল ইসলাম সোহাগকে (২৬) গ্রেফতার করেন।
তার কাছ থেকে চুরি যাওয়া ২টি কম্পিউটার মনিটর এবং ৬ পিস রপ্তানীযোগ্য ডেনিম প্যান্ট উদ্ধার করা হয়েছে। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :