তিস্তা নদী থেকে নানার লাশ উদ্ধার ২৬ ঘন্টা পর 


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন /
তিস্তা নদী থেকে নানার লাশ উদ্ধার ২৬ ঘন্টা পর 

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : গত রবিবার (২৩ এপ্রিল) নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) তিস্তা ব্যারেজ এলাকায় নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছিলেন কুরবান আলী(৬৫) নামে এক বৃদ্ধা।

নিখোঁজ বৃদ্ধা কুরবান আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি নদী ভাঙনের পরে ডিমলা উপজেলার বাইশপুকুর(শিলট্যাব) এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, পার শেখ সুন্দর থেকে ছেলে-মেয়ে, নাতি-নাতনীদেরসহ ১২ জন চর থেকে পার হয়ে শিলট্যাবে নৌকায় করে আসার সময় দমকা হাওয়ার কারণে নৌকা ডুবিতে ১১ জনকে উদ্ধার করা হয়েও উদ্ধার করা সম্ভব হয়নি কোরবান আলী নামের একজনকে। পরে বিকেল ৪টার থেকে শুরু রাত ৮ টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবরী দল অনেক খোঁজাখুঁজির পরে সন্ধান না পাওয়া অভিযান কাজ স্থগিত করে। সোমবার(২৪ এপ্রিল) সকাল থেকে অভিযানিক কার্যক্রম শুরু করে পরে দুপুর দুইটার দিকে কুরবান আলী মৃত লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর টিম। দোয়ানী ফাড়ি ইনচার্জ দীপ্ত কুমার সিং উদ্ধারে সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বজনদের দাবির প্রেক্ষিতে সুরতহালের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

হাতিবান্ধা ফায়ার সার্ভিসের সাব অফিসার নির্মল কুমার রায় জানান, আমরা গতকাল বিকেল থেকে খোঁজাখুঁজি করার পর সন্ধান পাইনি। রংপুর স্কোয়াড টিম রাতে হাতিবান্ধা ফায়ার স্টেশনে অবস্থান করে। পরে আজকে সকাল ছয়টা থেকে উদ্ধার কাজ শুরু করে আনুমানিক দুইটার দিকে আমরা লাশ ব্যারাজের উজান থেকে উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ ও পরিবারের কাছে হস্তান্তর করি।

আমাদের ফেসবুক পেইজ