কীভাবে তিনি ‘ছক্কা রাহানে’ হয়ে উঠলেন


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন /
কীভাবে তিনি ‘ছক্কা রাহানে’ হয়ে উঠলেন

স্পোর্টস ডেস্ক : ক্লাসিক ব্যাটার আজিঙ্কা রাহানে। ক্রিকেটীয় শটে রান তোলেন তিনি। মারকুটে নয় এই অপবাদ তাকে দেওয়া যাবে না। আইপিএলে দারুণ দুটি সেঞ্চুরি আছে তার। ফিফটি করেছেন ৪২বার। কিন্তু টি-২০ ক্রিকেটের দুনিয়ায় ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, এমএস ধোনিদের মতো জনপ্রিয় তিনি নন। কারণ ছক্কা কম মারেন তিন ফর‌ম্যাটে জাতীয় দলে জায়গা হারানো রাহানে। চার বেশি মারেন তিনি। আইপিএলে সর্বোচ্চ চার মারা ক্রিকেটারদের তালিকায় আটে আছেন রাহানে। বলের হিসাবে চার মারার তালিকায় গড়ে চারে আছেন ডানহাতি এই ব্যাটার।

কিন্তু টি-২০ ক্রিকেটে চার মানে তো মেমে কিংবা ফটোকার্ডের প্রিয়তমা। লাল ড্রেসের প্রেমিকা সে তো ছক্কা! রাহানে পিছিয়ে ছিলেন ওই খানে। আইপিএলের দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ৯১টি ছক্কা মেরেছেন তিনি। যেখানে শীর্ষে থাকা ক্রিস গেইলের ছক্কা ৩৫৭টি! ওই রাহানে এবার চেন্নাই সুপার কিংসে চারের সমান ছক্কা তুলছেন। পূর্বে রাহানে একটা ছক্কা মারতে ৩০ বলের বেশি সময় নিয়েছেন। ২০১৯ সাল ছিল ছক্কার হিসেবে তার সেরা মৌসুম। ৩১.৬৭ বলে একটা করে ছক্কা মেরেছেন তিনি। এবার ওই রাহানে ৯.৫৪ বলে একটা করে ছক্কা মেরেছেন।

গত রোববার রাতে রাহানে কলকাতার বিপক্ষে ২৯ বলে খেলেছেন হার না মানা ৭১ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছক্কা এসেছে পাঁচটি, তিনি চার মেরেছেন ছয়টি। যেটিকে ক্রিকেট বিশ্লেষক টম মুডি মনে করছেন, রাহানের ক্যারিয়ারের অন্যতম সেরা আইপিএল ইনিংস। এর আগে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২০ বলে ৩৭ করার পথে দুটি ছক্কা তোলেন রাহানে। এছাড়া রাজস্থানের বিপক্ষে ১৯ বলে ৩১ রানের ইনিংসে ছক্কা ছিল। মুম্বাইয়ের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংসে সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা তুলেছিলেন তিনে নামা রাহানে। মঈন আলী পেটের পীড়ায় পড়ায় ওই ম্যাচ দিয়েই আইপিএলে কামব্যাক করেছেন রাহানে।

এভাবে মারকুটে ব্যাটিং কীভাবে করছেন রাহানে। উত্তরে ক্যারিয়ার শেষের শঙ্কায় পড়ে যাওয়া ৩৫ বছর বয়সী রাহানে বলেন, ‘দুই কানের মধ্যে (মাথায়) যা আছে, ওটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। চিন্তা পরিষ্কার থাকলে আপনি যা খুশি করতে পারবেন। মৌসুম শুরুর আগে মানসিকভাবে ফ্রেশ থাকতে চেয়েছিলাম। মৌসুম শুরুর আগে প্রস্তুতি ভালো ছিল। আমি কেবল খেলাটা উপভোগ করতে চেয়েছি।’

আমাদের ফেসবুক পেইজ