বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ব্যবসার টাকা ভাগাভাগির জের ধরে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম তাজুদ আলী (৪০)।
গত সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজারে মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অপর ব্যবসায়ী সোহেল মিয়া ও তার সহযোগীদের ধারালো ছুরির এলোপাতারি আঘাতে তাজুদ আলী গুরুতর আহত হন।
এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গত সোমবার রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাজুদ আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত তাজুদ আলী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী আহমদ নগর গ্রামের মৃত আগন আলীর ছেলে।
জানা গেছে, ঘাতক সোহেল মিয়াকে (৩৫) সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে দোয়ারা থানা পুলিশ। সোহেল একই উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামের রিপাত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তাজুদ আলী ও সোহেল দু’জন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ ও গাঁজার ব্যবসা করতো।
আপনার মতামত লিখুন :