ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল জালালের


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন /
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল জালালের

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে জালাল ব্যাপারী (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সকাল ৭টার দিকে আক্কেলপুর রেল স্টেশনের অদূরে হাস্তাবসন্তপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার নয়াপাড়া মনুমালা গ্রামের আবদুল কাদের ব্যাপারীর ছেলে

আক্কেলপুর স্টেশনের দায়িত্বরত স্টেশন কর্মকর্তা হাছিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি অপ্রকৃতিস্থ ছিলেন। ঈদের এক সপ্তাহ আগে থেকে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। আইনগত প্রক্রিয়ার জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, ‘নিহতের বিষয়ে তথ্য প্রমাণ নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে।’

আমাদের ফেসবুক পেইজ