অন্ধকার গলি থেকে ৯৯৯ এ ফোন তরুণীর…


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৩, ৩:০৬ অপরাহ্ন /
অন্ধকার গলি থেকে ৯৯৯ এ ফোন তরুণীর…

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : চাকরি খুঁজছিলেন তরুণী, সুযোগ নেয় দালালচক্র। ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে কৌশলে বিক্রি করে দেয় অন্ধকার বাজারে। মাস দুয়েক আগে মেয়েটির ঠাঁই হয় ফরিদপুরের একটি যৌনপল্লীতে।

বান্দরবানের লামা থানাধীন আম্বার ব্যাপারিপাড়ায় বেড়ে ওঠা। বয়স ঊনিশ বছর। যখন তিনি বুঝতে পারেন প্রতারকদের খপ্পড়ে পড়েছেন, ততোক্ষণে বেশ দেরি হয়ে গেছে। যৌনপল্লীতে ইচ্ছার বিরুদ্ধে তাকে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। অস্বীকৃতি জানালেই নেমে আসতো কঠোর নির্যাতন। সুযোগ পেয়ে তিনি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন গতকাল (২৪ এপ্রিল ২০২৩ সোমবার) রাত সাড়ে ৮টায়। যেভাবেই হউক তাঁকে উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে আকুতি জানাচ্ছিলেন।

৯৯৯ এ দায়িত্বপালনত কনস্টেবল বরকত শেখ কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এরপর ৯৯৯ এ কর্মরত (ডিসপাচার) আরেক পুলিশ সদস্য এএসআই মিল্টন বালা সংশ্লিষ্ট থানা পুলিশসহ ওই তরুণীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন। এসআই নাঈমের নেতৃত্বে এই অভিযানে বন্দিদশা থেকে মুক্তিপায় মেয়েটি।

এসআই নাঈম জানান, তারা ১৯ বছর বয়সী তরুণি কলারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। পরবর্তী সময়ে অভিভাবকদের খবর দেয়া হলে তাঁরা থানায় এসে পৌঁছায়। তাঁদের জিম্মায় বুঝিয়ে দেয়া হয় ওই তরুণীকে। এই তথ্য দিয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ফেসবুক পেইজ