বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শত্রু পক্ষের লোক খোজার নামে এক দল যুবক ভাই ভাই কফি হাউজ ভাংচুর করে । এ সময় ওই কফি হাউজের মালিক শাহিন রেজা ও তার স্ত্রী মুক্তা খাতুন সহ ৯ জনকে আহত করে ৪ লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগে উল্লাপাড়া মডেল থানায় সোমবার রাতে ২৫ জনকে আসামী করে ভাই ভাই কফি হাউজের মালিক শাহিন রেজা একটি মামলা দায়ের করেন । মামলা হওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে মোঃ নুরু মিয়া(২৮) ও মোঃ আব্দুর রাজ্জাক(৪৯) নামের ২ আসামীকে গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
ওই ঘটনার সময় ৭১ টিভির উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ রায়হান আলীর মটর সাইকেলও ভাংচুর করা হয় । ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের মহড়া গ্রামের দীঘির উপর নির্মিত ভাই ভাই কফি হাউজে ।
উল্লাপাড়া মডেল থানার মামলার অভিযোগ পত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা প্রভাবশালী নুরু মিয়া, আব্দুর রাজ্জাক, হুমায়ন, রুবেল মিয়া, জুবায়ের হোসেন, মিঠুন, শাহিন, মোহাম্মদ রাফি, মোসলেম উদ্দিনসহ প্রায় ২৫/৩৫ জন যুবক আকস্মিকভাবে লাঠি সোটা লোহার রড়, রাম দা নিয়ে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তার ভাই ভাই কফি হাউজে প্রবেশের চেষ্টা করে। এসময় শাহিন তাদেরকে কফি হাউজে প্রবেশের কারণ জিজ্ঞাসা করলে উল্লিখিত ব্যক্তিরা জানান তাদের শত্রু পক্ষের লোকজন ওই কফি হাউজে অবস্থান করছে । শাহিন ও তার কর্মচারীরা আক্রমনকারীদের বাধা দেবার চেষ্টা করলে ক্ষুব্ধ যুবকেরা শাহিন রেজা, তার স্বজন ও কফি হাউজের কর্মীদেরকে বেধড়ক পিটিয়ে গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফ্রিজ ও আসবাপত্র ভাংচুর করে । যুবকেরা কফি হাউজের পাশে শাহিনের কক্ষে গিয়ে তার স্ত্রীকে পিটিয়ে বিছানার নিচে রাখা ৩ লাখ টাকা এবং দোকানের ক্যাশে থাকা আরও ১ লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকা নিয়ে চলে যায় । যাবার সময় তারা শাহিনকে ভয় ভীতি প্রদর্শন করে। শাহিন হামলাকারীদের নামে ও বেনামে ২৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ।
এ দিকে একাত্তর টেলিভিশনের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ রায়হান আলী অভিযোগ করেন, তিনি তার সুজুকী মোটর সাইকেল কফি হাউজের বাহিরে রেখে কফি খাবার জন্য কফি হাউজের ভীতরে ঢুকে ছিলেন । আক্রমনকারীরা তার মোটর সাইকেলটি ভাংচুর করে অন্ততঃ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অরুপ কুমার মন্ডল জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কফি হাউজে ভাংচুর ও টাকা লুটের অভিযোগে সোমবার রাতে মামলা হওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে মোঃ নুরু মিয়া ও মোঃ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয় । মঙ্গলবার ২ আসামীকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে । বাকী আসামীদের ধরার চেষ্টা চলছে ।
আপনার মতামত লিখুন :