বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : মেয়াদহীন খাদ্যসামগ্রী রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অভিযোগে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থানা মোড় এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাসি মাখন, মিষ্টি বিক্রি ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি মেয়াদহীন রসমালাই বিক্রি করছিল। পাশাপাশি ফ্রিজ নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :