বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোরকিপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে নীলফামারী জেলার পার্বতীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাধব চন্দ্র বর্মণের ছেলে প্রীতিশ বর্মণ। তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ছিলেন।
লালমনিরহাট সদর থানার ইনচার্জ এরশাদুল আলম জানান, গ্রেপ্তারকৃত প্রীতিশ পাঁচ মামলার সাজাপ্রাপ্তসহ আরও ছয় মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। প্রীতিশ পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :