বাউফলে কাউন্সিলর এর বাসায় হামলা ও ভাঙচুর


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন /
বাউফলে কাউন্সিলর এর বাসায় হামলা ও ভাঙচুর

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বাউফল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হারুন মল্লিকের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে । গত ২৩-৪-২০২৩রবিবার রাত ৯ ঘটিকার সময় কাগজিরপুল মল্লিক পাড়ায় কাউন্সিলর মোহাম্মদ হারুন মল্লিক এর বাসায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হারুন মল্লিকের স্ত্রী সাহানাজ বেগম বলেন রাত ৯ টার দিকে সাত-আটটি মোটরসাইকেল যোগে দূর্বৃত্তকারীরা বাসায় ঢুকে এক যোগে হামলা চালিয়ে বাসার টিভি, সোফা, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এ সময় দুর্বৃত্তকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ।এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। হারুন মল্লিকের মায়ের অভিযোগ দুর্বৃত্তকারীরা একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের কাছে ওই এলাকার জনগণ নিরাপদ নয়।

এ বিষয়ে হারুন মল্লিক বলেন শংকর পালের অনুসারী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। শংকর পাল কাউন্সিলর নির্বাচনে হারার পরে সর্বদা আমার ক্ষতি সাধনে ব্যস্ত থাকে।

এ ব্যাপারে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন ঘটনা শুনে পুলিশ ফোর্স পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পেইজ