সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দিল চেয়ারম্যান


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন /
সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দিল চেয়ারম্যান

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অতিথি না করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইবনে আমিন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সকালে এসে অনুষ্ঠান শুরু করার একটু পর চেয়ারম্যান মঞ্চে উঠে বিদায় অনুষ্ঠান হবে না বলে ঘোষণা দেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান গেইট সীল গালা করে দেওয়া হয়েছে। স্বয়ং চেয়ারম্যান নিজে তাঁর লোকজন নিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান করছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, ‘স্কুলটা হচ্ছে আমার বাড়ির পাশে। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা আমাকে একটা চিঠি দেয়নি। যে ওয়ার্ডে স্কুলটির অবস্থান, তারা সেই ওয়ার্ডের মেম্বারকে পর্যন্ত একটি চিঠি দেয়নি। তাই প্রোগ্রাম বন্ধ রাখার জন্য বলেছি। আমার সিগনেচারে জন্মনিবন্ধন হয়। ঐ জন্মনিবন্ধন নিয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলে ভর্তি হয়। তাহলে আমি স্কুলের অনুষ্ঠানের একটা চিঠির মালিক হতে পারবো না কেন।’

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থীরা বলেন, ‘সকালে স্কুলে এসে দেখি স্কুলের প্রধান গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে চেয়ারম্যান নিজে লোকজন নিয়ে বাঁধা দেন। তর্কে জড়ান। এখন আমরা প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছি সবাই। বর্তমানে চেয়ারম্যান সাহেব তার লোকজন নিয়ে গেইটে অবস্থান নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি সাহেবকে আমিই সভাপতি বানিয়েছি। এই বিদ্যালয়ের বিপদে-আপদে আমিই সাথে থাকব। এখন আমার দাবি হল বিদ্যালয় সভাপতিসহ কর্তৃপক্ষ আমার সাথে বসুক। তারপর সবাই মিলে বিদায় অনুষ্ঠান করি। এতে আমি নিজেও সহযোগিতা করব। তবে আমার দাবি না মানা পর্যন্ত আমি এখন থেকে সরবনা। যতক্ষণ পর্যন্ত একজন ছাত্রও বিদ্যালয়ে থাকব ততক্ষণ পর্যন্ত আমি অবস্থান নিব।’

এ বিষয়ে জানতে চাইলে কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার স্কুলের ছাত্রছাত্রীরা নাকি বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে ফোন করে বলতেছে। চেয়ারম্যান বলছে বিদায় অনুষ্ঠান নাকি হতে দিবে না। আমরা তো ছোট পরিসরে অনুষ্ঠান করি। বাইরের কাউকে দাওয়াত দেইনি। বিদ্যালয়ের মাঠে নতুন ভবনের নির্মাণ কাজ চলতেছে। তাই ছোট করে অনুষ্ঠান করতেছি। বিষয়টা সমাধান করার চেষ্টা করতেছি আমরা।’

এই বিষয়ে কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ বলেন, ‘সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি সুরাহা করার চেষ্টা করতেছি। করোনার পর থেকে আমরা দোয়া মাহফিল করে আসতেছি। বড় কোনও অনুষ্ঠান করি নাই। শুধু স্কুলের শিক্ষক আর ম্যানেজিং কমিটির লোকজন ছাড়া কাউকে রাখি না। এখন আমাদের সভাপতি আসতেছে, তিনি আসলে আমরা বিষয়টি বসে সমাধান করব।’ এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মামুনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলে দিয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছি।

আমাদের ফেসবুক পেইজ