ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৩, ২:২৪ অপরাহ্ন /
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুবাইপ্রবাসী চাচার স্ত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে ভাতিজাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার সকালে মামলার পরপরই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, চাচা দুবাইয়ে প্রবাসী হওয়ায় চার বছর ধরে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করতেন ভাতিজা। ভাতিজার কবল থেকে বাঁচতে সম্প্রতি বাবার বাড়ি চলে যান ওই গৃহবধূ। কিন্তু ২৩ এপ্রিল চাচির বাবার বাড়িতে গিয়েও তাকে ধর্ষণ করেন। গ্রেপ্তারকৃত ভাতিজা উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় গত বৃহস্পতিবার আড়াইহাজার থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ